ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বকশিগঞ্জে চিকিৎসকে মারধরে করায় কর্মবিরতি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ৫:৪১ অপরাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ

জামালপুরের বকশীগঞ্জে চিকিৎসকের অবহেলায় রজব আলী (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগে এক চিকিৎসককে মারধর করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (২৯অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীরা। এতে করে ভোগান্তিতে পড়েছেন ভর্তিরত রোগীরা। এ ছাড়াও আগত রোগীরা চিকিৎসা না পেয়ে অন্যত্র ফিরে যাচ্ছেন।

জানা যায়,সোমবার বিকাল ৫টার দিকে বুকে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রিকশাচালক। তিনি পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাসু মিয়ার ছেলে রজব আলী। এর কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে রজব আলীর স্বজন ও স্থানীয় এলাকার লোকজন উত্তেজিত হয়ে উঠে।

এ সময় রজব আলীর স্বজন ও তাদের লোকজন হাসপাতালে আরএমও ডা.আসমা লাবনীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাকে মারধর করেন।

মৃত রজব আলীর ছেলে নুর আলম জানান,আমার বাবার অবস্থা খারাপের দিকে গেলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.আসমা লাবনীকে ডাকা হলে তিনি আসেন নি। এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ব্যাপারে আরএমও ডা.আসমা লাবনী বলেন,রোগীর অবস্থা আগে থেকে খারাপ থাকায় তাকে রেফার্ড করার কথা বলা হয়েছিল। কিন্তু রোগীর স্বজনরা আর্থিক সংকটের কথা বলে হাসপাতালে ভর্তি করেন। এখানে রোগীর চিকিৎসায় কোন অবহেলা হয়নি।

এ দিকে হাসপাতালের চিকিৎসককে মারধরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার(২৯অক্টোবর) সকাল থেকে অর্নিদিষ্টকালের কর্মবিরতি শুরু করেন কর্মরত সকল চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স এবং কর্মচারীরা। হামলায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

19 Views

আরও পড়ুন

নিউজ ভিশন ১০ বছর পদার্পনে ফুলেল শুভেচ্ছা জানালেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এম.ইউ বাহাদুর

লোহাগাড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মাদারগঞ্জে নাশকতা মামলায় ২ জন আটক

বকশিগঞ্জে চিকিৎসকে মারধরে করায় কর্মবিরতি

সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের প্রতিকী কর্মবিরতি

ফুলকুঁড়ি আসর কক্সবাজার শহর শাখার উদ্যোগে বর্ণিল সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

কেউ-ই কথা রাখেনি-প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উত্তর মহেশখালীর জন দাবী।

ইসলামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আগমন উপলক্ষে সংবর্ধনা

মুক্তি পেলো বুটেক্সসাস প্রতিষ্ঠাতা সভাপতির পরিচালনায় নাটক ‘ভাইভাম্যান’

হারা‌নো বিজ্ঞ‌প্তি

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে কৃষকদল নেতা আটক

জুলাই বিপ্লবে তা’মীরুল মিল্লাত টঙ্গী