এম এ মোতালিব ভুঁইয়া :
ফেসবুকে ছড়ানো গুজবে কান না দিতে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজেনে বৃহস্পতিবার সকাল ১১ টায়
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গুজব, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবের ব্যাপারে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে গুজব প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়। নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেছেন আপনারা কোন ধরনের গুজবে কান দিবেন না। কোন বিষয়ে সন্দেহ হলে আইন শৃঙ্খলা বাহীনিকে জানাবেন। গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সবাই সচেতন হলে কোন ধরনের গুজব রটবে না। তাই গুজব ঠেকাতে ধর্মীয় নেতা ও পুরুহীতদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)বেলায়েত হোসেন,হাফেজ মদরিছ আলী, মাওলানা মো. আব্দুল করিম হোসাইন, মাওলানা জিয়া উদ্দিন, পুজা উদযাপন কমিটির সভাপতি সোনাধন দে, সহ সভাপতি ডা. গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, পুরুহীত মানিক চক্রবর্তী, হাফেজ মো. নুরুল ইসলাম,মাওলানা নজরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলামা আবুল কালাম, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা আল আমিন, মাওলানা শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, হোসাইন আহমদ,মো. আব্দুর রহমান, মো. শাহজাহান, বশির আহমদ, ধর্মীয় শিক্ষিকা নিপা দাশ, তৃপ্তী রাণী বনিক, পপি রানী দাশ, অজন্তা রাণী শেম, বীনা রানী নাথসহ মুসলিম ও হিন্দু ধর্মীয় নেতা, শিক্ষক–সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।