নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থী-জনতার সম্মিলিত স্লোগানে উত্তাল হয় ফেনী শহর। এসময় তারা সড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা সরকারের পদত্যাগসহ বেশকিছু দাবি তুলে স্লোগানে স্লোগানে সড়ক মুখরিত করে তোলেন। এতে শহরে দুই ঘণ্টা যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়।
শনিবার (৩ আগস্ট) জোহরের নামাজের পর শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে এ গণমিছিল শুরু হয়।
হাজার হাজার ছাত্র-জনতার শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো একসাথে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র করোর বাপের না’, ‘কে বলেছে রাজাকার, স্বৈরাচার স্বৈরাচার’, এক দুই তিন চার, শেখ হাসিনা গদি ছাড়’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘দফা এক দাবি এক, হত্যাকরীর পদত্যাগ’, ইত্যাদি শ্লোগান দেয় তারা।
এসময় শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন। তাদের অনেকের মাথায় ও হাতে দেশের লাল সবুজের পতাকা বাঁধা দেখা গেছে।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। তবে এ নিয়ে পুলিশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
এদিকে গণমিছিল ঘিরে শহরের জহিরিয়া মসজিদ, ইসলামপুর রোড ও ট্রাংক রোডে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
আশরাফুল সৌরভ নামে এক শিক্ষার্থী বলেন, শিগগিরই আমাদের কঠোর কর্মসূচি আসছে। দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারদের মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।