মো. আব্দুল করিম গাজী।
ফেনীর ফুলগাজীতে ইসলামিক ফাউন্ডেশন জেলা কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কুরআন সবক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ফিল্ড সুপার ভাইজার জনাব, শামসুল ইসলাম জাকারিয়া’র সভাপতিত্বে এবং মডেল কেয়ারটেকার জনাব, মাহবুব চৌধুরীর সঞ্চালনায় বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল সাড়ে সাতটা থেকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,ফুলগাজী উপজেলার ইমাম সমিতির সভাপতি, মাওলানা জামাল উদ্দিন খন্দকার।
কুরআন সবকে উপস্হিত ছিলেন, সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের প্রায় শতাধিক ছাত্র -ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।
পরিশেষে, দোয়া এবং মোনাজাতের মধ্যে দিয়ে কুরআন সবকের অনুষ্ঠান সমাপ্তি করা হয়।