রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুর নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নেমেছে পুলিশ।গতকাল সোমবার দুপুরে মহানগরীর কাচারি বাজার থেকে স্টেশন রোডের জীবনবীমা ভবন পর্যন্ত উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাজরান রউফ বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচল করতে পারে, সেই জন্য তারা কাজ করছেন।
অভিযান পরিচালনাকারী রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, ‘‘কয়েক দিন ধরে মাইকিংয়ের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ী ও অবৈধ স্থাপনার মালিকদের অবগত করা হয়েছে। আমরা ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার জন্য আহ্বান করেছি। এরপরও যদি কেউ ফুটপাত দখলে রাখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।