কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বিটের ছাইরাখালীতে সফল অভিযান পরিচালনা করেছে বনবিভাগ। বনের জমি পুনরুদ্ধারে, অবৈধভাবে দেওয়াল নির্মান করে জবর দখল করার চেষ্টাকে ব্যর্থ করে দেয়া হয়েছে।
৯ এপ্রিল মধ্য রাত সাড়ে ১২টার দিকে অবৈধভাবে বালি পরিবহনের জন্য বালিবাহী ডাম্পার আটক করে বিট হেফাজতে নিয়ে আসা হয়।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন যোগদানের পর থেকে অসংখ্য বনভূমি উদ্ধার, সরকারি সম্পদ রক্ষাসহ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
অভিযানের বিষয়ে তিনি জানান,বন ও পরিবেশ রক্ষার্থে আমি সবসময়ই সরকারের দেয়া কাজ যথাযথ পালন করছি। অবৈধ স্থাপনাটি ভেঙে দিয়ে উচ্ছেদ এবং ডাম্পারটি আটক করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০