মোহাম্মদ তারেক, মহেশখালী :
মহেশখালী উপজেলা বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা(স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষা সমাপনী ২০১৯ পরীক্ষার্থীদের দোয়া ও বিদায়ী অনুষ্ঠান ১১ নভেম্বর সোমবার সকাল ১০টায় মাদ্রাসা হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকাল ১০ টায় বড় মহেশখালী ফকিরাঘোনা (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রাধান শিক্ষক মাও.মোহাম্মদ লোকমান হাকীম,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফকিরাঘোনা(স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য- মহসিন আনোয়ার চৌধুরী, শিক্ষক প্রতিনিধি -জোসনা আকতার, ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান, মহেশখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ তারেক, আজিজিয়া ইসলামীয়া একাডেমীর সুপার মোজাম্মেল হক, মাও.ফরিদুল আলম,আনচার কামাল,শিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ। অতিথিরা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড।বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে অসীম অবদান রেখেছেন।দেশ গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থী- দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন মাও.আবদুল মাবুদ, অত্র মাদ্রাসা থেকে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৩৫ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করবেন।