মোস্তাকিন হোসেন,হিলি সংবাদদাতা :
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় বিপুল হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। রবিবার (৩১ মার্চ) দুপুর ১২ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের কলাবাগান নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপুল হোসেন প্রান্নাথপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী আব্দুল হালিমের ছেলে এবং পৌর শহরের একটি বেকারী কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত বিপুল একটি বেকারী কারখানা থেকে বাইসাইকেল যোগে বিরামপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। এরপর কলাবাগান এলাকায় ফিজিও থেরাপি সেন্টারের সামনে পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়।এতে সে ট্রাকের নিচে পড়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হিশিকান্ত রায় জানান,কলাবাগান পেট্রোল পাম্প থেকে তেল কিনে রাস্তা পারাপারের সময় দিনাজপুর গামী একটি মাল বোঝায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিপুলের মৃত্যু হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় সড়ক ও পরিবহন আইনে মামলা দায়ের পূর্বক তাদের আটকের চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।