হুমায়ুন কবির, পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রায় ২লক্ষ মানুষ পানিবন্দি ছিল।এর মধ্যে ২৫০জন ক্ষতিগ্রস্তদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ বিতরণ।
শুক্রবার(১১ই অগাস্ট) দুপুর ১২টার সময় উপজেলা হল রুমে জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার সঞ্চালনায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা:মো: এনামুর রহমান এম.পি।এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম(অব:) এম.পি, কক্সবাজার-১ (চকরিয়া -পেকুয়া)আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এম.পি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা:মো: এনামুর রহমান এম.পি বলেন:বন্যায় পেকুয়া উপজেলায় ৬জন মানুষের মৃত্যু হয়েছে আমি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা থেকে পাঠিয়েছেন আপনার দুই হাত ভরে দেওয়ার জন্য।বাড়িঘর যাদের ক্ষতি হয়েছে তাদের বাড়ি ঘর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।আপনারা আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম(অব:) এম.পি বলেন:মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাঠিয়েছেন আপনাদের কী কী প্রয়োজন তা দেখার জন্য। শেখ হাসিনার সঙ্গে থাকবেন আপনাদের কোনো ক্ষতি হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার-১ (চকরিয়া -পেকুয়া)আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বলেন:শেখ হাসিনা বাঁচলে আমাদের দুর্যোগ নিয়ে চিন্তা করতে হবে না।আমাদের প্রতিমন্ত্রী মহোদয়কে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন আপনাদের দেখার জন্য এবং সবাইকে সহযোগিতা করার জন্য।