ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পেকুয়ায় লবণাক্ত মাটিতে এই প্রথম হলুদ-সবুজের গালিচা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ

Link Copied!

হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার, কক্সবাজার :

কক্সবাজারের পেকুয়া উপজেলার উপকূলীয় অঞ্চলে লবণ চাষের জন্য বিখ্যাত উজানটিয়া ইউনিয়নে লবণাক্ত মাটিতে গোদারপাড়া, পশ্চিম উজানটিয়া মিয়ারপাড়া এবং উজানটিয়া থেকে বিছিন্ন দ্বীপ করিয়ারদিয়া এলাকায় ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়।

দেখলে মনে হয় মরুর বুকে যেন বিশাল এক হলুদ-সবুজের গালিচা। এই হলুদ -সবুজের গালিচা থেকে ২০মিটার দূরে চাষ হচ্ছে লবণের।লবণাক্ত মাটিতে এ যেন নতুন সম্ভাবনা। আর এই সম্ভাবনায় নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা।
উপকূলীয় এলাকায় লবণাক্ত মাটিতে এই প্রথম বিনা-২৪ সরিষা চাষে ব্যাপক সাফল্য দেখছেন লবণ চাষি ওসমান ও রশিদসহ স্থানীয় কৃষি দপ্তর।

স্থানীয় কৃষক ও কৃষি দপ্তরের মাঠ কর্মকর্তা শামসুর রহমান, মিজবাহ উদ্দীন ও নাসমিন আক্তারের এর যৌথ কঠোর পরিশ্রমে লবণাক্ত মাটিতে এই প্রথম ব্যাতিক্রম সরিষা চাষ করেছেন।
সিনিয়র উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুর রহমান বলেন:যে মাটিতে লবণ চাষ হতো,তেল ফসল উৎপাদন প্রকল্পের আওতায় সেখানে আমরা চাষিদের নানা সহায়তার মাধ্যমে এই সরিষা চাষ করেছি।আমাদের কঠোর পরিশ্রমে এই প্রথম সরিষার চাষ করেছি আলহামদুলিল্লাহ ভালো ফসল হয়েছে।ইনশাআল্লাহ আগামী বছর আরো উদ্দোক্তা নিয়ে বেশি সরিষা চাষ করব।

উপসহকারী কৃষি অফিসার জনাব মিচবাহ উদ্দিন আরেফী বলেন:অত্র এলাকায় প্রথমবারের মতো বারি সরিষা ১৪ ও প্রনোদনা সরিষা চাষের উদ্যোগ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। লবনাক্ত এলাকায় এটি আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা, যা আমি অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনার সঙ্গে শুরু করেছি। আমাকে মাষ্টার মুফিজুর রহমান, জনাব ডাক্তার রহমত উল্লাহ, নুরুল কায়েস ও কাজী আজিজসহ সকল কৃষক সহযোগিতা করেছেন। সবার যথেষ্ট আগ্রহ ছিল। আমাদের এলাকায় সরিষা চাষে সম্ভাবনা রয়েছে অনেক, বিশেষ করে তেল উৎপাদনের ক্ষেত্রে।

প্রথমবার হওয়ায় কৃষকদের অনেক কিছু শেখার সুযোগ হয়েছে , যা ভবিষ্যতে আরও সফল হতে সহায়তা করবে। আমি আশা করি, সঠিক পরিশ্রম ও যত্নের মাধ্যমে একটি ভালো ফলন পাব এবং এই উদ্যোগটি সফলভাবে বাস্তবায়িত হবে। সবার সহযোগিতা এবং কৃষকদের আন্তরিকতা বহাল থাকলে এটি সরিষা গ্রাম হিসেবে খ্যাতি লাভ করবে।

পরিবেশ কর্মী হুমায়ুন কবির জানান, স্বল্প খরচে বিনা ১৪ সরিষা আবাদের এই সাফল্য দেশের গোটা উপকূলে নতুন দিগন্তের সূচনা করবে। এতে করে একদিন ভোজ্য তেলের যেমন চাহিদা মেটাবে, তেমনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।

জলবায়ু পরিবর্তনে অন্যতম ঝুঁকিপূর্ণ কক্সবাজার উপকূলীয় অঞ্চল। বিশেষ করে জেলার পেকুয়া উপজেলা, কুতুবদিয়া-মহেশখালী, চকরিয়া উপজেলায় লবণ পানির আগ্রাসন, ঘন ঘন দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানকার মানুষের অন্যতম আয়ের উৎস লবণ চাষ ও লবণ পানিতে চিংড়ি চাষ। এর মধ্যে জেলার পেকুয়া উপজেলায় প্রায় ১২ হাজার একর জমিতে লবণ চাষ হচ্ছে। এরপর বর্ষাকালে লবণ পানি দিয়ে প্রায় ২০হাজার একর জমিতে মৎস্য চাষ হয়।

মাতামুহুরী নদী ও কুতুবদিয়া চ্যানেল ঘেঁষা পেকুয়া উপজেলার উজানটিয়া, মগনামা, রাজাখালি এবং পেকুয়া সদর ইউনিয়নে অনেক লবণাক্তপ্রবণ। এই এলাকায় মৎস্য চাষিরা নভেম্বর মাসের দিকে ঘের শুকিয়ে ফেলেন। এরপর ৫-৬মাস পর্যন্ত লবণ চাষ শুরু করেন লবণ চাষীরা। কিন্তু লবণ চাষ শেষে মার্চ -এপ্রিল মাসে ফের মৎস্য চাষ শুরু করেন তাঁরা। তীব্র লবণাক্ততা জমিতে এই প্রথম সরিষা চাষ করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উজানটিয়া ইউনিয়নের গোদারপাড়া এলাকার মোহাম্মদ ওসমান(৪০), পশ্চিম উজানটিয়া এলাকার রহমত উল্লাহ, আজিজ উল্লাহসহ ৪০ জন চাষি।

সরিষা চাষি মোহাম্মদ ওসমান বলেন, ‘প্রায় ২০ বছর ধরে লবণ চাষ ও মৎস্য ঘের করছি। কিন্তু দুই বছর ধরে মিটা পানি দিয়ে ধান চাষ করতেছি।এই বছর কৃষি কর্মকর্তা শামসুর রহমান এর পরামর্শে এই জমিতে প্রথমবার সরিষার চাষ করেছি, লবণাক্ত মাটি হওয়ায় অন্য চাষের চেয়ে সরিষা কম হয়েছে। তবে ইনশাআল্লাহ আগামী বছর থেকে সরিষার ফলন ভালো হবে।

রহমত উল্লাহ বলেন, এই লবণাক্ত মাটিতে আমি লবণ চাষ করতাম,আমাদের চারপাশে শুধু লবণের পানি আর লবণ চাষ হচ্ছে। সরকার আমাদের একটা গভীর নলকূপ দিয়েছে।কৃষি কর্মকর্তা মিজবাহ উদ্দীনের পরামর্শে এই নলকূপের পানি দিয়ে আমরা সরিষার চাষ করেছি।আলহামদুলিল্লাহ অনেক ভালো চাষ হয়েছে। আমরা অনেক খুশি হয়েছি। আগামী বছর আবারো এই সরিষা চাষ করব।

পেকুয়া উপজেলা কৃষি অফিসার মো: রাসেল বলেন :পেকুয়া উপজেলার মধ্যে বেশি লবণাক্ত ইউনিয়ন উজানটিয়া।এই ইউনিয়নে এই বছর আমরা তেল ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ৪০জন কৃষককে ৪০ একর জমির জন্য বীজ দিছি,আর রাজস্ব আওতায় সার,কীটনাশক দিছি এই কৃষকদের। সরিষার ফলনের উত্তম মাস হলো অক্টোবর শেষ থেকে জানুয়ারি পর্যন্ত। বলতে গেলে আমন আর বুরো ধানের মধ্যবর্তী সময়ে চাষ করা হয় সরিষা।যত বেশি শীত পড়বে যতবেশি সরিষা ফলন ভালো হবে।সরিষা সময় ৬৫-৭০ দিন।সরকার তেল উৎপাদনের জন্য এই প্রকল্প নিয়েছেন।আলহামদুলিল্লাহ অনেকের ফলন ভালো হয়েছে।

49 Views

আরও পড়ুন

সরিষাবাড়িতে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন 

নালিতাবাড়ীতে সুদের টাকা আদায়ে ঝগড়া ফেরাতে একজন খুন, আহত ৪

সাংবাদিক সম্মেলনে বিচারের দাবি
চকরিয়া জমজম হাসপাতালের গাইনী চিকিৎসকের অপচিকিৎসায় শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

চকরিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাঁধা দেয়ায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত-১

স্বপ্নচূড়া তরুণ সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা প্রদান

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

শান্তিগঞ্জে নাগডোরা বিলের ইজারাদারদের বিরোদ্ধে পানি সেচের অভিযোগ

শান্তিগঞ্জে মোটরসাইকেল-সিএনজির  মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শহরে দিল্লি কিচেনের চিকেন চাপে জীবিত পোকার ভিডিও ভাইরালে তোলপাড়!

গ্রীন ভয়েস-এর বিবৃতি