ঢাকাবুধবার , ২২ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

প্রতিবেদক
নিউজ ভিশন
২৪ এপ্রিল ২০২৪, ১০:৫২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের পেকুয়ায় রাতের অন্ধকারে নিরীহ লোকদের বলির পাঠা বানিয়ে বনবিভাগকে ফাঁসাতে গভীর রাতে মাটি কেটে ষড়যন্ত্র নেমেছেন বনদস্যুরা।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের গুদিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
ভোক্তভোগী টৈটং ইউনিয়নের গুদিকাটা এলাকার মৃত মোক্তার আহমদের ছেলে দানু(৩৫)তার স্ত্রী সালেহা বেগম সাংবাদিকদের মুখামুখি হয়ে এসব ষড়যন্ত্রের কথা বলেন। বনদস্যুদের বিরুদ্ধে আইনী সহযোগীতা কামনা করেন।
দানু বলেন, আমি চট্রগ্রাম শহরে থাকি, গতকাল রাত ১০টার দিকে বাড়ীতে আসি, রাত সাড়ে ১১টার দিকে আমার বসতভিটার এক পাশে ধুমধাম আওয়াজ করলে আমার স্ত্রী আমাকে বাহিরে দেখতে বলে। আমি বাহিরে গিয়ে দেখি তালেব, জাকের হোছাইন, মোশারফ সহ অস্ত্র ও কিরিচ নিয়ে ৭/৮জন লোক মাটি কেটে বিলিয়ে দিতে চাইছে কয়েক কড়া মারছিল। আমি আমার স্ত্রীকে তার ভাইদের ফোন করতে বলি, তখন তার ভাই সহ ২০/৩০ লোক নিয়ে আসলে বনদস্যুরা পালিয়ে যায়। সকালে আমি আমার স্ত্রী বিট কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি। বনবিভাগ ও প্রশাসনকে লিখিত অভিযোগ দিব।
দুপুরের দিকে অন্ধকারের ধারণ করা এক মিনিটের একটি ভিডিও ফেসবুকে দিয়ে প্রচারণা চালাচ্ছে আমি ফরেস্টারকে টাকা দিয়ে পাহাড় কাটতেছি। তালেব আমার কাছ থেকে টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় ওদেরকে নিয়ে আমাকে ও বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্র নেমেছে।
এসময় দানুর স্ত্রী সালেহা বেগম বলেন, তালেব, জাকের হোছাইন, মোশারফ সহ ৮/১০ জন লোক নিয়ে রাতে আমাদের ফাঁসাতে আমার বসতভিটায় মাটি কাটতে চাই ছিল। আমার ভাইয়েরা ধাওয়া দিলে পালিয়ে যায়।ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে আমরা বনবিভাগকে টাকা দিয়ে মাটি কাটছি।  বনবিভাগের কাছে লিখিত অভিযোগ দিয়ে জানাবো যারা মাটি কাটতে চাইছে তদন্ত যেন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য।
চট্রগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টৈইটং বনবিট কর্মকর্তা জমির উদ্দীন বলেন,ওরা আমাকে মৌখিকভাবে জানিয়েছে সরজমিনে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

139 Views

আরও পড়ুন

সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দুল হক -সাধারণ সম্পাদক উজ্জ্বল

মেডিকেলে ভর্তি: কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত

মানবতার উন্মেষ ফাউন্ডেশনের “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৫” সম্পন্ন

কক্সবাজারে মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠিত

সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দুল হক -সাধারণ সম্পাদক উজ্জ্বল

সুনামগঞ্জে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান

জয়কলস রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনে মদনপুর পয়েন্টে মতবিনিময় সভা

সেন্টমার্টিনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি রিজিয়ন কমান্ডার

সরকার পতনের দীর্ঘদিন পরেও পরিবর্তন হয়নি বুটেক্সের শেখ হাসিনা হলের নাম

প্রতিহিংসা নয়, সুস্থ প্রতিযোগিতা হোক

অনুপমা আজিজের কবিতা “পীড়ন”

সুনামগঞ্জে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে সংলাপ অনুষ্ঠিত