মোহাম্মদ ফায়েদ, কক্সবাজার :
” চল যায় মসজিদে,জামায়াতে নামাজ পড়তে” এই স্লোগানকে সামনে রেখে ককসবাজার সদর উপজেলার অন্তর্গত পূর্বলারপাড়া জামে মসজিদে টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ায় ৫ জন বালককে দেয়া হয়েছে স্কুল ব্যাগ পুরুস্কার।
পূর্ব ঘোষণা অনুযায়ী ০৮/১১/২০১৯ জুমাবার জুমার নামাজ আদায় করার পর স্থানীয় সমাজ কমিটির উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
জানা যায়, উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া গ্রামে ঘোষণা করা হয়েছিল যে, যদি কোনো বালক টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করতে পারে,তবে তাদেরকে একটি করে স্কুল ব্যাগ পুরস্কার দেয়া হবে।
ঘোষণার পর থেকেই মসজিদে জামায়াতের সাথে অনেক বালক নামাজ পড়তে শুরু করে। অনেক বালক মসজিদে জামায়াতে নামাজ পড়া শুরু করলেও শেষ পর্যন্ত ৫ জন বালক টানা ৪০ দিন পাচঁ ওয়াক্ত জামায়াতে নামাজ পড়ার শর্তপূরণ করতে সক্ষম হয়।
মসজিদ ও সমাজ কমিঠির সভাপতি জয়নাল আবেদীন লাভলুর পরিচালনায় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুস সালাম ও সহকারি ইমাম মাওলানা আবুল হাসেমের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ১. আরমান শহীদ, ২. শাহেদ আলম, ৩. ফয়সাল, ৪. রনি ও ৫. ইফতেখার তামিম। বয়স্ক নিয়মিত ১৬ জন মুসল্লিদের মধ্যে বিতরন করা হয় অর্থসহ পবিত্র কোরআন মজিদ, টুপি ও তাসবিহ।
উক্ত পুরস্কার বিতরন অনুষ্টানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কমিটির সেক্রেটারি মমতাজ উদ্দিন, কোষাধ্যক্ষ হেফাজ উদ্দিন, উসমান গণি, কামরুল, রহিম উদ্দিন, লোকমান হাকিম, জোনায়েদ আহমদ প্রমূখ।