|| রাঙামাটি প্রতিনিধি ||
সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র ( বিসিএস ) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুপ্রদীপ চাকমাকে দু’বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রনালয়’র সিনিয়র সহকারি সচিব কানিজ ফাতেমা সাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী।
খাগড়াছড়ি পার্বত্য জেলা’র সন্তান সুপ্রদীপ চাকমা ম্যাক্সিকো ও ভিয়েতনাম’র রাষ্ট্রদূতসহ মরক্কো, কলম্বো, ব্রাসেলস এবং আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন।
নতুন নিয়োগ পাওয়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, তার নিয়োগ পাওয়ার বিষয়টি জেনেছেন বলে নিশ্চিত করেছেন।