ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুসহ তিনজনের মৃত্যু।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৩, ৪:২৪ অপরাহ্ণ

Link Copied!

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ফেরা সিংগাপাড়া এলাকায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার(৯আগস্ট) সন্ধ্যা ৬টার সময় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় এই তিন শিশু। রাতভর খোঁজাখুঁজি পর(বৃহস্পতিবার) ফজরের সময় একজনকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। একই জায়গায় অপর দুই ভাই-বোনকে পানির নিচ থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন স্হানীয়রা।

নিহত তিনজন শিশু হলো ফেরাসিংগা পাড়া এলাকার নুরুল আলম (প্রকাশ ফরেস্টর) এর দুই ছেলে-মেয়ে, তাহিদা বেগম (১০) ছেলে আমির হোসাইন (০৫)
অপর জন হলো নুরুল আলমের বোন জাহেরা বেগমের মেয়ে হুমাইরা বেগম (০৮)।

নিহত আমির হোসাইন ও তাহিদা বেগমের মা রহিমা বেগম জানান, বুধবার ফুফাতো বোন হুমায়রাসহ পাশের চিংড়ি ঘেরে মাছ ধরতে গিয়ে ফিরে আসেনি। রাতভর খোঁজাখুঁজি পর বৃহস্পতিবার ভোরে হুমায়রার লাশ পানিতে ভাসতে দেখে, তাকে উদ্ধার করতে গিয়ে একই স্থানে আমার ছেলে-মেয়েকে পনির নিচে মৃত্যু অবস্থায় পাওয়া যায়।

নিহত হুমাইরার মা জাহেরা বেগম জানান, বুধবার বিকেলের দিকে মাছ ধরার বাহনা করে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে হুমায়রা নিখোঁজ ছিল। পরে খবর পাই আমির হোসাইন ও তাহিদা বেগমও নিখোঁজ।
স্থানীয় মেম্বার শরীয়ত উল্লাহ জানান, বুধবার বিকেল ৪ টার দিকে বাড়ির পাশের চিংড়ি ঘেরে মাছ ধরতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। সন্ধ্যার পর থেকে রাত ৩ টা পর্যন্ত খোঁজাখোঁজি করেও তাদের পাওয়া যায়নি। পরে ভোর ৫ টার দিকে তাদের লাশ পাওয়া যায়।

উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম জানান, একই পরিবারের ভাই-বোন দুইজন ও তাদের ফুফাতো বোনসহ তিন জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আমি শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের দাফন কার্যও সম্পন্ন করা হয়।

আরও পড়ুন

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত