সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতা:
জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আমিনুল ইসলাম ক্যাসেট নামে এক শীর্ষ অপহরন ও মুক্তিপন আদায়কারী। এ সময় ২ পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে পুলিশের দাবী। শুক্রবার ভোরে পাঁচবিবি উপজেলার ভুতগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত আমিনুল ইসলাম ক্যাসেট জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিয়ারা গ্রামের মৃত শাহাবুল ইসলামের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান সূত্রে জানা যায় অপহরণ, মুক্তিপন আদায়, মাদক কারবার, ছিনতাই ডাকাতি সহ প্রায় এক ডজন মামলার পলাতক আসামী ছিলেন সে। শুক্রবার রাতে একই উপজেলার ভুতগাড়ী গ্রামে ক্যাসেটসহ তার দলবল নতুন করে অপহরণ ও মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে একত্রিত হচ্ছিলেন, এমন সংবাদ পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে অন্যেরা পালিয়ে গেলেও ক্যাসেট গুলিব্ধ হয়ে ঘটনা স্থলে নিহত হন। আহত পুলিশ সদস্যদেরও সেখানে চিকিৎসা দেয়া হয়েছে বলে পুলিশ জানায়।