পলাশ(নরসিংদী) প্রতিনিধি ঃ
নরসিংদীর পলাশে আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস ২০২৪ ও প্রবীণদের স্বাস্থ্য অধিকার বিষযক এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা পরিষদের সামনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)আইএসআইজিওপি প্রজেক্টের এর আয়োজনে এই র্যালি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন। র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু করে পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলার শতাধিক নারী পুরুষ অংশ নেয়। এতে আরো উপস্থিত ছিলেন, রিকের সাব ডিস্ট্রিক কো-অডিনেটর মাইনুল হক, ব্রাঞ্চ ম্যানেজার জামিউল ইসলাম মÐল, মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান ও শারমিন সুলতানা প্রমুখ।