|| মুহাম্মদ ইলিয়াস-০১ জুলাই, রাঙামাটি ||
রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। মন্ত্রী শুক্রবার
স্বপরিবারে বান্দরবান থেকে সড়ক পথে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌছান।
মন্ত্রী কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে এসে পৌছালে, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মো: এটিএম আব্দুজ্জাহের, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন।
এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো.জসিম উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্ল্যেক্ষ্য পরিকল্পনা মন্ত্রীর শ্বশুর ছিলেন, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবেক প্রকৌশলী। মন্ত্রীপত্নির জন্ম ও বেড়েওঠাও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র’র অভ্যন্তরের সরকারি আবাসনে। মন্ত্রী স্বপরিবারে পানি বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শনকালে স্মৃতিকাতর স্ত্রী, সে সময় যে ভবনে বসবাস করেছিলেন সেই বাসাটি পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০