উপকূলীয় প্রতিনিধি:
এলাকায় শান্তি শৃংখলা ফিরিয়ে অানতে নিজের মনকে উজাড় করে নিজের পিতা হত্যার অাসামী সম্প্রতি অার একজন সন্ত্রাসীর গুলিতে নিহত মিজানুর রহমানের বাড়ীতে গিয়ে শান্তনা দিয়ে নজির স্থাপন করলেন অল্প বয়সী তরুন চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ । মহেশখালীর আলোচিত কালারমারছড়ার ওসমান চেয়ারম্যান হত্যা মামলার আসামী নিহত মিজানের পরিবারে মিলাত মাহফিল, মেজবানসহ বিভিন্ন বিরোধী লোকজনের সাথে সেতুবন্ধন তৈরী করছেন ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ।
ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান , নিহত মিজান আমার পিতা শহীত ওসমান চেয়ারম্যান হত্যা মামলার আসামী হলেও এলাকার শান্তি শৃঙ্খলার কথা বিবেচনা করে আমি নিহত মিজানের পরিবারের পাশে দাড়িয়েছি এবং তার পরিবারের দায়িত্ব নিয়েছি । ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের এ মহান উদ্যোগ দেখে এলাকাবাসীসহ বিভিন্ন মহল শহীদ ওসমান চেয়ারম্যানের কনিষ্ঠ পুত্র কালারমারছড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় তরুণ জননেতা তারেক বিন ওসমান শরীফকে ধন্যবাদ জানান।
কালারমারছড়ার এক প্রবীন আওয়ামীলীগ নেতা জানান , তার পিতার হত্যা মামলার আসামী নিহত মিজানের পাশে তার পুত্র তারেক চেয়ারম্যান দাড়াবে কালারমারছড়াবাসী কোন দিন কল্পনাও করেনি। তার প্রমান আজ আমরা নিজের চোখে দেখে বিশ্বাস করলাম তারেক চেয়ারম্যান সত্যিই মানবতাবাদী একজন চেয়ারম্যান। তিনি নিশ্চয় সব কিছু ভুলে গিয়ে এলাকায় শান্তি, শৃঙ্খলা ফিরে আনতে চায় ।