ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

না খায়া হামরা কয়দিন বাঁচমো ?

প্রতিবেদক
admin
৯ এপ্রিল ২০২০, ৫:৪৪ অপরাহ্ণ

Link Copied!

বাপ্পী রাম রায়,
সুন্দরগঞ্জ, গাইবান্ধা,প্রতিনিধিঃ

এদ্যান করি না খায়া হামরা কয়দিন বাঁচমো ? হামাক কোন নেম্বর (মেম্বার), চেয়ারমেন (চেয়ারম্যান) কিচ্ছু দেয়না। চাইট্টে খাবার না পাইলে তো হামরা মরি যামো’ এভাবেই শত অভিযোগ আর অভিমান নিয়ে কথাগুলো বলছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের আশির্ধ বয়সের অসহায় দিলজান বেওয়া ও সারফান। উভয়েই বিধবা।

করোনাভাইরাস কি তা জানে না তারা। এর ভয়াবহতা কি তাও জানে তারা। শুধু জানে পেটে তিন বেলা ভাত জোটেনা তাদের। আহারই যেন তাদের একমাত্র চাওয়া। আহার পেলেই হবেন খুশি তারা।

অসহায় বৃদ্ধা দিলজানের স্বামী ইদু শেখ দেশ স্বাধীনের আগেই মৃত্যুবরণ করেছেন । দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ছিল তার পরিবার। বছর কয়েক আগে দু’টো ছেলেই দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মারা গেছে। এখন একমাত্র মেয়েটি তাকে দেখভাল করছেন। বয়সের ভারে ন্যুয়ে পড়েছেন দিলজান বেওয়া। হাঁটার শক্তি না থাকায় বিছানায় শুয়ে বসে দিন কাটছে তার। ক্রমান্বয়ে বাকশক্তি লোপ পাচ্ছে তার। অসুস্থতা ও চিকিৎসাহীনতার পাশাপাশি খাদ্যাভাব হয়ে দাঁড়িয়েছে তার নিত্য সাথী।

অপরদিকে, একই গ্রামের অসহায় সারফান বেওয়ার স্বামী আজগর আলীও বছর পঞ্চাশেক আগে মারা যান। তিন ছেলে নিয়ে অতিকষ্টে দিন চলছিল তার। তিন ছেলেই বিয়েসাদি করে আলাদা হওয়ায় সারফানকে দেখছে না কেউই। নিরুপায় হয়ে পেট বাঁচানোর দায়ে ভিক্ষা বৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। কিন্তু বয়সের কড়াল গ্রাসে এখন তিনি ঠিকভাবে সোজা হয়ে দাঁড়াতে কিংবা হাঁটতেও পারেন না । শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল তার ভিক্ষাবৃত্তি।
সাম্প্রতিক নোভেল করোনা ভাইরাসের কারণে মানুষ আর বাড়িতে যেতে দিচ্ছে না তাকে। ভিক্ষায় যেতে না পেরে অতিকষ্টে দিন কাটছে তার।

এ অবস্থায় চাচিয়া মীরগঞ্জ গ্রামের সবচেয়ে প্রবীণ দুই নারীর দেখা দিয়েছে খাদ্যাভাব। তিন বেলা পেট পুরে খেতে খাদ্য সহায়তা চেয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল মান্নানের সাথে কথা হলে, তিনি বলেন,আমি ইউনিয়ন পরিষদ থেকে ৩/৪টি স্লিপ পেয়েছি, কাকে ছেড়ে, কাকে দেব? সবাই তো হতদরিদ্র। তাই আমি ওই ৩/৪টি স্লিপ নেইনি।

ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা ছিল না। তাদেরকে পাঠিয়ে দিলে সহায়তা দেয়া হবে।

আরও পড়ুন

মাদারীপুর বাবু চৌধুরী ক্লিনিকের ওয়াশরুমে নবজাতক মেয়ে শিশুর জন্ম দিয়ে পালিয়ে গেলেন অজ্ঞাত মা

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি ইডেন শিক্ষার্থীদের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চকরিয়ায় স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দোয়ারাবাজারে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

১১ পেজ ও আইডির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে মামলা করলেন সাদিক কায়েম