সিয়াম আহমেদ, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রেলওয়ের জমির ওপর অবৈধভাবে গড়ে তোলা প্রায় আড়াই হাজার দোকানপাট ও ঘর বাড়ি উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের দুই নম্বর রেল গেইট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের বিভাগীয় ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম।
তিনি জানান, রেলওয়ের প্রায় সাত একর জমিতে অবৈধভাবে মার্কেট, দোকানসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে দখলদাররা। এ ব্যাপারে বার বার নোটিশ দিলেও তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। পরবর্তীতে যাতে কেউ আবার এখানে দোকান অথবা কোন স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য আমরা দুইপাশে দেয়াল তৈরি করে দেয়া হবে।
এসময় রেললাইনের পূর্ব দিকে ২৮ ফুট এবং পশ্চিম দিকে ৪৫ ফুট পর্যন্ত জায়গা জুড়ে অবৈধভাবে গড়ে তোলা টিনসেড মার্কেট, রেডিমেড পোশাকের দোকান ও বসত বাড়ি-ঘরসহ কয়েক হাজার ছোট বড় স্থাপনা গুঁড়িয়ে দেয় প্রশাসন।