নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য (মেম্বার) মো: রহম আলী’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ আয়োজনে হলরুম ভবনে সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, পরিষদের সকল সদস্য বৃন্দ ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতিতে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে আরো অংশগ্রহণ করে, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতির এস এম আনোয়ার, সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু, নাগরপুর প্রেসক্লাব সদস্য ইউসুফ হোসেন লেনিন সহ অন্যান্য স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মো: রহম আলী নাগরপুর সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের টানা ৫ বারের নির্বাচিত সফল ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৫ সেপ্টেম্বর স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন দূরদর্শী ও স্বচ্ছ চিন্তার জনপ্রিয় এই সমাজ সেবক।
Azizul
Azizul Haque Babu