শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি( বান্দরবান)
আসন্ন নাইক্ষ্যংছড়ি উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার( ২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন ও উপজেলা প্রশাসন,আয়োজিত এ মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অাফরিন কচি, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: অানোয়ার হোসেন,উপজেলা নির্বাচন অফিসার ও অাসন্ন ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অাবু জাফর ছালেহ, ও ১১ বিজিবির প্রতিনিধি।
সভায়, চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ নির্বাচন সম্পর্কে খোলামেলা কথা বলেন।
তারা সবাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কামনা করেন।
সভায় অতিথিরা বক্তব্য বলেন অাসন্ন ইউপি নির্বাচনের পর্যাপ্ত পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে। এ বিষয়ে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
সভায়,উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অাফরিন কচি তার বক্তব্যে একটি সুন্দর ও অবাধ নির্বাচনের জন্য কাজ করছেন বলে জানান।
তিনি বলেন এ উপজেলায় এ বছর ইতোপূর্বে অনুষ্ঠিত উপজেলার নির্বাচন সুষ্ঠু হয়েছে,সুন্দর হয়েছে।
পুলিশ, র্যাব, এবং বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। সে সাথে পর্যাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনী দায়িত্বে থাকবেন। তিনি একটি সুন্দর ও সফল নির্বাচনের জন্য প্রার্থীদের সহযোগিতার কথা ও উল্লেখ করেন।
তিনি সকলের সহযোগিতায় একটি সুন্দর ও সুষ্টু নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অাফরিন কচি।