------------------
শামীম ইকবাল চৌধুরী,
নিজস্ব সংবাদদাতা:নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'এন,জেড একতা মহিলা সমিতি' আয়োজনে বিশ্ব খাদ্য কর্মসূচীর সহায়তায় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি জোরদারকরণ প্রকল্পের ত্রৈমাসিক অগ্রগতি অবহিতকরণ সমন্বয় সভা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বার) সকাল সাড়ে ১১টায় উপজেলা এন,জেড মহিলা সমিতি অস্থায়ী কার্যালয়ের হলরুমে বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানু ওয়ান চাক্ সভাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে এন,জেড মহিলা সমিতির খাদ্য নিরাপত্তা ও পুষ্টি জোরদারকরণ প্রকল্পের প্রোগ্রাম সার্পোট অফিসার পারভীন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানু ওয়ান চাক্। সভায় বিগত ৩ মাসের কাজের অগ্রগতি ও পরিকল্পনা নেওয়া হয়। সভাটি পরিচালনা করেন মনিটরিং অফিসার বাচিং চাক্। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: সুকান্ত কুমার সেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস, প্রেস ক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি থানা এস,আই মো,জাফর ইকবাল, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি জোরদারকরণ প্রকল্প সমন্বয়কারী মো, হেলাল উদ্দীন,ফিল্ড অফিসার সানজিদা আক্তার রুনা,আবুল কাশেম,মংড়ী চাক্,জান্নাতুল ফেরদৌস প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০