মোঃ শাহীন,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ১ ভরি ৬আনা ওজনের একটি স্বর্ণের বার, মিয়ানমারের টাকা ও বাংলাদেশি বিভিন্ন প্রকার পন্যসহ, দুই মিয়ানমার (বার্মিজ) নগরিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঠাণ্ডাঝিরি নামক এলাকায়, বিজিবির চেকপোস্ট থেকে স্বর্ণ ও মিয়ানমারের ৩৮ হাজার টাকা, বাংলাদেশি ৫৫ হাজার টাকাসহ এবং দেশের তৈরি বিভিন্ন প্রকার পন্যসহ তাদের কে আটক করতে সক্ষম হন বিজিবি।
আটককৃত দই মিয়ানমার নাগরিক হলেন, মিউলাই ওয়া মার্মা (২৭) যাই থোয়াই মং মার্মা (১৮)
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল সাহল আহমদ (নোবেল) জানান, মাদক ও যেকোন অপরাধ দমনে বিজিবি সবসময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।