মো: শাহীন,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ ১ জন পাচারকারী কে আটক করেছে ১১বিজিবি।
সোমবার (১৭জুলাই ) ভোর সাড়ে ৪টার সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া চেরারকুল নামক এলাকা হতে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মো: কামাল (২৪)।
নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির বর্ডার জোন কমন্ডার ও অধিনায়ক লে: কর্নেল রেজাউল করিম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টিম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া চেরারকুল নামক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো: কামাল নামের এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। আর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়াও ১৬-১৭ জুলাই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকা হতে ৬ হাজার ৭শ ৭৩ কেজি সুপারি, ৯০ প্যাকেট পিনাট চকলেট এবং ২টি অবৈধ ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
বিজিবি সুত্রে জানাযায়,
জানুয়ারি ২০২৩ হতে আজ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি কর্তৃক গবাদিপশু এবং সুপারি নিলামের মাধ্যমে প্রায় ২৬ কোটি সরকারী কেষাগারে জমা করতে সক্ষম হযেছে।