মো শাহীন,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে কলেজ গেইট মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময়ে অনেকে গুরুত্বর আহত হয়েছে।
বুধবার (১২জুলাই ) রাত সাড়ে ৩ টায় সংগঠিত এ অগ্নিকান্ডে এসব দোকান পুড়ে গেছে। অন্যদিকে এ অগ্নিকান্ডে নগদ টাকা মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
বাজার ব্যবসায়ীরা জানান, আবদু শুক্কুর এর দোকান থেকে আকষ্মিক অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুনের লিলা শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে তৎক্ষনাৎ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে কক্সবাজারের রামু, ফায়ার সার্ভিস এর দমকল কর্মীরা ভোর সাড়ে ৪টা দিকে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন।
ভোর ৪ টায় নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ অফিসার ফখুরুল এর নেতৃত্বে পুলিশের একটি টিম ও স্থানীয় জনতার সহায়তায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে মার্কেটের ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন,নায়েক সুবেদার বিল্লাল হোসেন ও নাইক্ষ্যংছড়ি থানা’ অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা।