মো শাহীন,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জনতার সহযোগিতায় দেশীয় তৈরি অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড নাইক্ষ্যংছড়ি (১১ বিজিবি)।
শনিবার (১০ আগস্ট) সকাল ৭ টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকার বটতলী বাজার থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটক মো জুলহাস (২৭) সে বাইশারী দক্ষিণ নারিচ বুনিয়া এলাকার মোহাম্মদ ইউনুস প্রকাশ( মাইক ইউনুস) এর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার বাইশারী ইউনিয়নস্থ নারিচবুনিয়া এলাকার বটতলী বাজারে জুলহাস নামের এক যুবক দেশীয় অস্ত্র সহ ঘোরাঘুরি করতে দেখলে। পরে জনগন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবিকে খবর দেয়।
সংবাদের ভিত্তিতে এলাকায় গিয়ে জনতা ও বিজিবি’র যৌথ অভিযানে একটি একনালা দেশীয় অস্ত্রসহ মোঃ জুলহাস (২৭) কে আটক করতে সক্ষম হয় বিজিবি।
নারিচ বুনিয়া ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বেলাল জানান, বটতলী বাজারে সকাল ৭ টায় জুলহাস নামের এই যুবক অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখলে বিজিবিকে খবর দিয়ে জনতার সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়।
পরে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির হাতে হস্তান্তর করা হয়।
ইউপি চেয়ারম্যান মোঃ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে, শনিবার সকাল ৭ টায় এক যুবক দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখলে জনতা তাকে আটক করে পরে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির হাতে হস্তান্তর করেন।