মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):
দিনাজপুরের নবাবগঞ্জে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিসে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ধান সংগ্রহের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা আসাদুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা হালিমুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ মোশারফ হোসেন, মোঃ আমজাদ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক জিয়াউর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানানো হয়, এ বছর লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে 2389 মেট্রিক টন ধান সরকারি ভাবে সংগ্রহ করা হবে। প্রতি কৃষক এক টন ধান দিতে পারবে।