ঢাকারবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নজিরবিহীন অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়ের অভিযোগ,কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা।

প্রতিবেদক
নিউজ এডিটর
৬ অক্টোবর ২০১৯, ১২:৪৩ পূর্বাহ্ণ

Link Copied!

জাবেদুল আনোয়ার :

গর্জনিয়া বাজার থেকে রামু নির্ধারিত সিএনজি ভাড়া ৪০ টাকা,মাইক্রো ভাডা ৩০ টাকা হলেও যাত্রীদের জিম্মি করে প্রতিনিয়ত ৬০-৭৫ টাকা ভাড়া আদায় করে অাসছে, আর রামু-কক্সবাজারের নির্ধারিত ভাড়া ৩০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে অাসছে ৪০ থেকে ৫০ টাকার ও বেশি। যাত্রীরা যদি ড্রাইবার দেরকে কিছু বলে,তারা নানা রকম কথা এবং হুমকি-ধমকি দেয় প্রতিনিয়ত।
গর্জনিয়া,নাইক্ষ্যংছডি,কাউয়ারখোপ, রামু-কক্সবাজার রোড়ের স্টেশন গুলোতে সার্বিসরত সিএনজি ও অন্যান্য যানবাহনের চালক ও হেলপার রা বিগত ১ যুগ ধরে প্রতিদিন যাওয়ার পথে অতিরিক্ত ভাড়া অাদায় করে অাসছে।
তদরুপ ভাবে যখন কর্মমুখী মানুুষ ও চাকরি জীবি,ছাত্র-ছাত্রী,গরীব অসহায় যাত্রীরা যখন কক্সবাজার বা অন্যান্য স্থান থেকে ব্যক্তিগত কাজ শেষে রামু হয়ে গর্জনিয়া বা নাইক্ষ্যংছডি,কাউয়ারখোপ যাওয়ার উদ্যেশ্যে রওনা দিতে চাই টিক তখনই ড্রাইবারেরা যাত্রীদের জিম্মি করে ইচ্ছামত অতিরিক্ত গাড়ি ভাড়া অাদায় করে।
এমন কোন দিন নাই যে, অতিরিক্ত ভাড়া অাদায় নিয়ে ঝগড়া হচ্ছেনা। যাত্রী ও ড্রাইবার দের মধ্যে প্রতিদিন গাড়ির স্টেশনে দেখা যায় অতিরিক্ত গাড়ি ভাড়া অাদায়ের কারনে একে অপরের সাথে ঝগড়া বিবাধে লিপ্ত হতে। যদিও ভুক্তভোগী যাত্রীরা গর্জনিয়া, নাইক্ষ্যংছডি,কাউয়ারখোপ,রামু,কক্সবাজার রোড়ের ড্রাইবার দের কাছে অসহায়। কারন তারা (কিছু ড্রাইবারেরা) যেকোন মুহুর্থে,যে কাউকে অসম্মান,মানহানি, মান কুন্য, করতে তারা দ্বিদাবোধ করেনা।
কর্মমুখী মানুুষ প্রতিদিন সকাল থেকে উল্লেখিত স্থান সমূহ হতে যাত্রা শুরু করে রাত পর্যন্ত, জরুরি কাজে কক্সবাজার যাওয়া অাসা মানুষদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দুই গুন ভাড়া অাদায় করেছে বলে প্রতিবেদকের কাছে অনেকেই অবিযোগ করেন।
সরে জমিনে গিয়ে কথা বলে জানা যায়, উল্লেখিত স্টেশন গুলোতে প্রতিদিন অাছরের পর বা সন্ধ্যা হলেই যাত্রীদের উপর নেমে অাসে চরম জুলুম,অন্যায়, অবিচার।
সাধারণ যাত্রীরা ড্রাইবার দের সাথে কথা বলার সাহস ও পাইনা,কারন অধিকাংশ ড্রাইবারেরা মিলে সিন্ডিকেট করে এসব নৈরাজ্য ও অতিরিক্ত ভাড়া অাদায় ইত্যাদি করে অাসছে।

উল্লেখ্য গর্জনিয়া, কচ্ছপিয়া, নাইক্ষ্যংছডি,কাউয়ার খোপ,রামু ইত্যাদি
সহ প্রতিদিন গড় মিলিয়ে ১০হাজার যাত্রী অাসা যাওয়া করে। এলাকার সচেতন মহল ও ভুক্তভোগীরা রামু উপজেলা উপজেলা UNO স্যার এবং জনপ্রতিনিধি ও প্রসানের সু-দৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে রামুু-উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা স্যারের সাথে ফোন কলে জানতে চাইলে তিনি বিষয়টি অামলে নেন, এবং শিগ্রই এসমস্ত অসাধু ড্রাইবার দের ব্যপারে মিটিং এর মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

117 Views

আরও পড়ুন

সোয়া ৫ কোটি টাকার বাজেটের ১৯ দিনব্যাপী সীরাত মাহফিল শুরু ১৫ সেপ্টেম্বর

গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে হামলা : সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত, আহত ৫০

পটিয়ায় প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা দিলুয়ারা বেগম

মেডিসিনের অপব্যবহার রোধে সবার সচেতনতা প্রয়োজন

চকরিয়ায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

কিশলয় স্কুলের কেরানী সেলিম কর্তৃক শিক্ষক লাঞ্চিত

রামেক হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিলেন মা।

নগরীর জাদুঘর মোড়ে পুলিশ পরিচয় দানকারী সোর্স রেজাউল আটক।

হাসিনা সরকারকে উৎখাত করতে প্রতিবাদী ছাত্র-জনতা ঝাঁপিয়ে পড়ে-লোহাগাড়ায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

কুতুবদিয়ায় অস্ত্রসহ জলদস্যু শাহারিয়ার আটক

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছেলের জীবন বাঁচাতে পিতার আর্তনাদ

শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭