ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নজিরবিহীন অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়ের অভিযোগ,কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা।

প্রতিবেদক
নিউজ এডিটর
৬ অক্টোবর ২০১৯, ১২:৪৩ পূর্বাহ্ণ

Link Copied!

জাবেদুল আনোয়ার :

গর্জনিয়া বাজার থেকে রামু নির্ধারিত সিএনজি ভাড়া ৪০ টাকা,মাইক্রো ভাডা ৩০ টাকা হলেও যাত্রীদের জিম্মি করে প্রতিনিয়ত ৬০-৭৫ টাকা ভাড়া আদায় করে অাসছে, আর রামু-কক্সবাজারের নির্ধারিত ভাড়া ৩০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে অাসছে ৪০ থেকে ৫০ টাকার ও বেশি। যাত্রীরা যদি ড্রাইবার দেরকে কিছু বলে,তারা নানা রকম কথা এবং হুমকি-ধমকি দেয় প্রতিনিয়ত।
গর্জনিয়া,নাইক্ষ্যংছডি,কাউয়ারখোপ, রামু-কক্সবাজার রোড়ের স্টেশন গুলোতে সার্বিসরত সিএনজি ও অন্যান্য যানবাহনের চালক ও হেলপার রা বিগত ১ যুগ ধরে প্রতিদিন যাওয়ার পথে অতিরিক্ত ভাড়া অাদায় করে অাসছে।
তদরুপ ভাবে যখন কর্মমুখী মানুুষ ও চাকরি জীবি,ছাত্র-ছাত্রী,গরীব অসহায় যাত্রীরা যখন কক্সবাজার বা অন্যান্য স্থান থেকে ব্যক্তিগত কাজ শেষে রামু হয়ে গর্জনিয়া বা নাইক্ষ্যংছডি,কাউয়ারখোপ যাওয়ার উদ্যেশ্যে রওনা দিতে চাই টিক তখনই ড্রাইবারেরা যাত্রীদের জিম্মি করে ইচ্ছামত অতিরিক্ত গাড়ি ভাড়া অাদায় করে।
এমন কোন দিন নাই যে, অতিরিক্ত ভাড়া অাদায় নিয়ে ঝগড়া হচ্ছেনা। যাত্রী ও ড্রাইবার দের মধ্যে প্রতিদিন গাড়ির স্টেশনে দেখা যায় অতিরিক্ত গাড়ি ভাড়া অাদায়ের কারনে একে অপরের সাথে ঝগড়া বিবাধে লিপ্ত হতে। যদিও ভুক্তভোগী যাত্রীরা গর্জনিয়া, নাইক্ষ্যংছডি,কাউয়ারখোপ,রামু,কক্সবাজার রোড়ের ড্রাইবার দের কাছে অসহায়। কারন তারা (কিছু ড্রাইবারেরা) যেকোন মুহুর্থে,যে কাউকে অসম্মান,মানহানি, মান কুন্য, করতে তারা দ্বিদাবোধ করেনা।
কর্মমুখী মানুুষ প্রতিদিন সকাল থেকে উল্লেখিত স্থান সমূহ হতে যাত্রা শুরু করে রাত পর্যন্ত, জরুরি কাজে কক্সবাজার যাওয়া অাসা মানুষদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দুই গুন ভাড়া অাদায় করেছে বলে প্রতিবেদকের কাছে অনেকেই অবিযোগ করেন।
সরে জমিনে গিয়ে কথা বলে জানা যায়, উল্লেখিত স্টেশন গুলোতে প্রতিদিন অাছরের পর বা সন্ধ্যা হলেই যাত্রীদের উপর নেমে অাসে চরম জুলুম,অন্যায়, অবিচার।
সাধারণ যাত্রীরা ড্রাইবার দের সাথে কথা বলার সাহস ও পাইনা,কারন অধিকাংশ ড্রাইবারেরা মিলে সিন্ডিকেট করে এসব নৈরাজ্য ও অতিরিক্ত ভাড়া অাদায় ইত্যাদি করে অাসছে।

উল্লেখ্য গর্জনিয়া, কচ্ছপিয়া, নাইক্ষ্যংছডি,কাউয়ার খোপ,রামু ইত্যাদি
সহ প্রতিদিন গড় মিলিয়ে ১০হাজার যাত্রী অাসা যাওয়া করে। এলাকার সচেতন মহল ও ভুক্তভোগীরা রামু উপজেলা উপজেলা UNO স্যার এবং জনপ্রতিনিধি ও প্রসানের সু-দৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে রামুু-উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা স্যারের সাথে ফোন কলে জানতে চাইলে তিনি বিষয়টি অামলে নেন, এবং শিগ্রই এসমস্ত অসাধু ড্রাইবার দের ব্যপারে মিটিং এর মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

130 Views

আরও পড়ুন

জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে শান্তিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে মৎস্য চাষে আগাম সতর্কবার্তা বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে মণিপুরী যুব কল্যাণ সমিতির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত

কবিতা: সুগন্ধ নয় গন্ধ

আত্মগোপনে থাকা গাজীপুরের যুবলীগ নেতা কক্সবাজারে ছাত্র প্রতিনিধিদের হাতে আটক

ইসলামপুরে জেসমিন প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের বেসিক ওরিয়েন্টেশন 

রাজশাহীতে ডা. কাজেম হত্যায় রাষ্ট্র্রযন্ত্র জড়িত থাকার অভিযোগ

জবিতে আয়োজিত হবে সিনেমাটোগ্রাফি মাষ্টারক্লাস

শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

জামালপুরে স্ত্রী হত্যা মামলা স্বামীর মৃত্যুদন্ড

ইউসেফ বাংলাদেশ এর সাথে চট্টলা ইঞ্জিনিয়ার্স ক্লাব ও সিটিজি হেলথকেয়ার প্রফেশনালস এর কোলাবরেশন মিটিং অনুষ্ঠিত

চকরিয়া পৌর মজিদিয়া দাখিল মাদরাসা সুপারের বিরুদ্ধে প্রশাসনের গণশুনানী অনুষ্ঠিত