রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
এ উপলক্ষে ৪ জানুয়ারি নকলা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে কোরআন খানি, স্মৃতিচারণ, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নকলা উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মরহুম জাহেদ আলী চৌধুরীর সহধর্মিনী ফরিদা চৌধুরী, পুত্র বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক দুলাল, মহিউদ্দিন মুক্তার, সায়েদুল হক লাঞ্জু, দেলোয়ার হোসেন সাঈদী, গোলাম হাফিজ খান, মোজাম্মেল হক সাবেক চেয়ারম্যান এনামুল হক পান্নু, মাহবুব আলী টুটুন চৌধুরী, রাব্বিনূর চৌধুরী, জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন, চেয়ারম্যান মহিউদ্দীন বুলবুল, মোকসেদুল হক শিবলু, নালিতাবাড়ীর বিএনপি নেতা হুমায়ুন কবীরসহ আরো অনেকে। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ দলের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম জাহেদ আলী চৌধুরী ১৯৪৮ সালের ২২ ফেব্রুয়ারি নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনায় জন্মগ্রহণ করেন এবং ২০১১ সালের ৪ জানুয়ারি ঢাকার বাসাবোর নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি ১৯৯৬ সালে ও ২০০১ সালে জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়ে হুইপ ও শেরপুর জেলার দায়িত্ব প্রাপ্ত ছিলেন।