রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা গ্রামে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে যাওয়ার একদিন পর ইলিয়াস হোসেনের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ আগস্ট সোমবার ভোরে ময়মনসিংহের বোরোরচর এলাকার নদীর ঘাট থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ইলিয়াস উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের ডেবুয়ারচর গ্রামের নজরুল ইসলামের পুত্র। এদিকে ওই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রামিন মিয়া (২০) নামে ইলিয়াসের এক বন্ধুকে আটক করেছে। রামিন চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজার এলাকার নজরূল ইসলাম ভূইয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইলিয়াস ও রামিন দু’জনই মাদকাসক্ত। শনিবার রাতে তারা দু’জন নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে চরঅষ্টধর ইউনিয়নের টাঙ্গাইল্যাপাড়া গুচ্ছগ্রামে যায়। সেখানে গভীর রাত পর্যন্ত তারা ইয়াবা সেবন করে। পরে নৌকা না পেয়ে ইলিয়াস ও রামিন সাতঁরে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় ইলিয়াস নদের পানিতে ডুবে যায়।
রবিবার সকাল থেকে জামালপুরের ফায়ার সার্ভিসের ডুবুরীদল ব্রহ্মপুত্র নদের পানিতে ৪ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়েও উদ্ধার করতে পারেনি নিখোঁজ ইলিয়াসের লাশ। কিন্তু নদে পানি ও স্রোত বেশি থাকায় তাঁরা উদ্ধার অভিযান বন্ধ করে চলে যায়।
এ ব্যাপারে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মুকুল বলেন, আমরা ময়মনসিংহের বোরোরচর এলাকার নদীর পাড় থেকে নিখোঁজ ইলিয়াসের লাশ উদ্ধার করেছি। ওই ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।