আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-এর কর্মকর্তা কর্মচারীদের সাথে বুধবার দুপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন
কর্তৃপক্ষ নওগাঁ-১ রিজিওন অফিস চত্বরে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিমিয়সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নওগাঁ-১, নওগাঁ-২, রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ রিজিওনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।
বিএমডিএ রাজশাহীর নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ চেয়ারম্যান রাজশাহী ও সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী রিজিওনের নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল হক, নওগাঁ-১ রিজিওনের নির্বাহী প্রকৌশলী মোঃ সমশের আলী, নওগাঁ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল মালেক চৌধুরী এবং চাঁপাই নবাবগঞ্জ রিজিওনের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলামসহ সকল রিজিওনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। মতবিনিময়সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এই অঞ্চলের এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে তা বাস্তবায়নে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্ত্তৃপক্ষকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে বলে উল্লেখ করা হয়। এ ছাড়াও অল্প খরচে অধিক ফসল কিভাবে উৎপাদন করা যায়, কিভাবে নিরাপদ খাদ্য এবং নিরাপদ নিউট্রিশন সমৃদ্ধ খাদ্য উৎপাদন করা যায় সে ব্যপারে গৃহিত পরিকল্পনা সম্পর্কিত মতামত তুলে ধরা হয়। এর আগে প্রধান অতিথি বরেন্দ্র বহুমুখী উন্œয়ন কর্ত্তৃপক্ষ কর্ত্তৃক নির্মিত সাবমারসিবল ও সেন্ট্রিফিউগাল পাম্প এবং ইউপিভিসি পাইপ টেস্টিং ল্যাবরেটরী-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
##########