আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
সচেতনতা, প্রস্তুতি, প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায় এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁয় বুধবার ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপিত হয়েছে।
নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপ-সহকারি পরিচালক একেএম মুরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ শাহনেওয়াজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক একেএম দিদারুল আলম প্রমূখ।
পরে উদ্ধার,অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপণ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি মহড়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য চলতি বছরে নওগাঁয় মোট অগ্নিকান্ডের সংখ্যা ৪০৮টি, ক্ষয়ক্ষতির পরিমান ২কোটি ৪১ লক্ষ ৯৭ হাজার ৬১০টাকা এবং বিভন্ন কারনে দূর্ঘটনার সংখ্যা ১শ টি বলে নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সূত্রে জানা যায়।