মোঃ মেহেদী হাসান,পত্নীতলা থেকে–
নওগাঁর পত্নীতলায় শনিবার বিকেলে সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেনতায় প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে ।
কর্মসূচির অংশ হিসেবে গত সপ্তাহে পুরো উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয় , শনিবার বিকালে নজিপুর বসস্টা্যান্ডে গোল চত্বর সহ কয়েকটি রাস্তার মোড়ে মটরসা্ইকেল চালক ও সহ যাত্রীর হেলমেট বাধ্যতামূলক ব্যবহার সহ বিভিন্ন যারবাহনের চালক ও পথচারীদের মাঝে সড়ক পরিবহন নতুন আইনের লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন সরকার ।এ সময় উপস্থিত ছিলেন থানার এস আই জিয়াউর রহমান,পেশকার খায়রুল ইসলাম । প্রশাসনের এরকম কর্মসূচিকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন ।