নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউনিয়নে ধান ক্ষেতে আটকা পড়া দুধরাজ সাপ অবমুক্ত করলেন YCN পরিবেশ কর্মী তারেকুল ইসলাম।
২ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ৭:১০ মিনিটের দিকে হারবাং মুসলিম পাড়ার কৃষক নওশাদ উদ্দিনের ধান চাষের জমিতে জালের মধ্যে আটকে পড়ে দুধরাজ সাপটি।
পরিবেশকর্মী তারেক জানান, কৃষক আমাকে সাপের খবরটি জানালে ঐস্থানে ছুটে গিয়ে সাপটা অনেকক্ষন ধরে সিজারের সাহায্যে রেস্কিউট করতে সক্ষম হই এবং বনের মধ্যে তার নিরাপদ স্থানে অবমুক্ত করে দিয়েছি। এই সাপটি সাধারণত খুব হিংস্র প্রাণী, সে নিজেকে রক্ষা করার জন্য ছোবল দেওয়ার চেষ্টা করেন।