মোঃ-আজিজুল হক আজু,ধলঘাট থেকে ফিরে–
ধলঘাটার হাঁসের দ্বীপ ও সুতরিয়া বাজারের দক্ষিণ পাশে গড়ে উটা দ্বীপ সহ কোহেলিয়া নদী,উজানটিয়া ও কুতুবদিয়া-মাতারবাড়ীর নদীর মোহনা থেকে উন্নয়নের দোহাই দিয়ে বালি উত্তোলন করার কারণে ধলঘাটার ঝাউবীথি ও প্যারাবন সাগর গর্বে তলিয়ে যাচ্ছে।
এছাড়া মাতারবাড়ী ও ধলঘাটার পশ্চিমের বালির চর বিলিন হয়ে যাওয়ায় বেড়িবাঁধ রক্ষা করা সম্ভব হচ্ছেনা। ফলে এলাকাবাসী ও বিভিন্ন পরিবেশ সংস্থার একাধিক অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন উক্ত বালি তোলার কাজ বন্ধ করে দিয়েছে।
জেলা প্রশাসনের এ নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টিকে কোম্পানীর স্থানীয় টিকাদাররা ধলঘাটার ঝাউবিথির বাগানে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন অব্যাহত রেখেছে। এসব বালি উত্তোলন দ্রুত বন্ধ করা দরকার অন্যতায় ঝাউ বাগান সাগর গর্বে বিলিন হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ধলঘাটার সচেতন মহল ও আপামরজনসাধারণ।