এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া, রাউলী ,পাইকপাড়া, সড়কের রাউলী মৌলভীর দোকান হতে বাচ্চুর দোকান পর্যন্ত ১ কিলোমিটার ১৯ লক্ষ টাকা ব্যায়ে কার্পেটিং কাজে অনিয়মের বিরুদ্বে এলাকাবাসীর মানববন্ধন করেছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় বাংলাবাজার দোয়ারাবাজার সড়কের রাউলি পয়েন্টে দীর্ঘ লাইনে দাড়িয়ে রাস্তার কার্পেটিং কাজের অনিয়মের বিরুুদ্বে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, এস এম হাসমত উল্লাহ (অবঃ কৃষি কর্মকর্তা,)ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আং ছাত্তার, নাজিম উদ্দিন, আতাউর রহমানসমাজসেবক ,আং বাতেন, আং লতিব, সামসুল হুদা, মানিক মিয়া, জুবায়ের হোসেন,কাউছার আলম, কামাল হোসেন, মোবারক হোসেন,সাদ্দাম হোসেন, সাব্বির, আল আমিন,আবু বক্কর, জহিরুল ইসলাম, নুর হোসেন, আনোয়ার হোসেন, দুলাল মিয়া,জিল্লুর রহমান, রইছ উদ্দিন,কবির হোসেন,খোকন মিয়া, সফিকুল ইসলাম, নাজিম উদ্দিন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম,মহিবুর রহমান, মোসারফ হোসেন,মাহমুদুল হাসান, হযরত আলী,আজিজুল ইসলাম, মুসলিম উদ্দিন, জাকির হোসেন প্রমুখ।
জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্টানের ঠিকাদার সাইফুল ইসলাম বলেন, বাংলাবাজার ইউনিয়নের রাউলী মৌলভীর দোকান হইতে পাইক পাড়া রাস্তায় কার্পেটিংয়ের কাজ আমি শতভাগ সচ্ছতার সহিত করেছি। রাস্তার কার্পেটিংয়ের কাজে কোন প্রকার অনিয়ম হয়নি। ঐ এলাকার ২ জন ইউপি সদস্য ও গ্রামবাসীদের সাথে নিয়ে মৌলভীর দোকান হতে বাচ্ছুর দোকান পর্যন্ত ১ কিলো মিটার রাস্তার ঢালাই কাজ শেষ করেছি।