এম এ মোতালিব ভুইয়া::
দোয়ারাবাজারে বিশেষ অভিযান চালিয়ে ৬জন আসামি কে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
দোয়ারাবাজার থানার এসআই সজীব দত্ত, এসআই মঞ্জুরুল হক, এএসআই মোঃ জামাল মিয়া, এএসআই মোঃ বজলুল করিম, এএসআই মোঃ সুমন মিয়া, এএসআই ফারুক হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের মৃত আঃ ছমাদের পুত্র মোঃ আনর মিয়াকে আটক করে সে জিআর-৬৩/০৭ মামলার পরোয়ানাভূক্ত আসামী।
অন্যদিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামের মৃত মমরাজ উদ্দিনের পুত্র চাঁন মিয়া ও মোঃ মাসুক মিয়াকে আটক করে,তারা জিআর-৬৬/২০১৯ইং মামলার রোয়ানাভূক্ত আসামী।
উপজেলার সদর ইউনিয়নের টেবলাই গ্রামের মকবুল প্রকাশিত মগল মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়াকে আটক করে,সেজিআর-১৮৩/২০১৪ইংমামলার পরোয়ানাভুক্ত আসামী।রায়নগর গ্রামের মৃত ওয়াহিদ বক্সের পুত্র সামছুজ্জামানকে আটক করে, সে সিআর-৪০০/২০১৬ইং মামলার পরোয়ানাভুক্ত আসামী। টেবলাই গ্রামের মৃত আব্দুল বাসিতের পুত্র গোলাপ মিয়াকে আটক করে,সে সিআর ৭৮/২০১৯ইং মামলার পরোয়ানাভুক্ত আসামী।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃআবুল হাশেম বিশেষ অভিযানে ৬জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামী আটকের কথা স্বীকার করে বলেন।
মঙ্গলবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। তাদেরকে বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।