ঢাকাশনিবার , ২৭ জুলাই ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দোয়ারাবাজার উপজেলার কোন গ্রাম বিদ্যুত বিহীন থাকবেনা–এমপি মানিক

প্রতিবেদক
নিউজ এডিটর
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩১ পূর্বাহ্ণ

Link Copied!

এম এ মোতালিব ভুঁইয়া :

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ২০১৮ সালের মধ্যে ছাতক-দোয়ারার প্রতিটি গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া হবে। বর্তমান সরকার বিদ্যুৎ খাতে দেশের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে সুনামগঞ্জ জেলায়।দোয়ারাবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কোন গ্রাম বিদ্যুত বিহীন থাকবেনা। ইতিমধ্যেই উপজেলার দোহালিয়া ইউনিয়নের শতভাগ গ্রাম বিদ্যুতায়ন সম্পন্ন করন হয়ে গেছে। আজকের দিনটি অত্যান্ত আনন্দের দিন বঙ্গবন্ধুর কন্যা আওয়ামিলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিনে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই খুশির দিনে দোহালিয়া ইউনিয়নের শতভাগ গ্রাম বিদ্যুতায়ন উদ্বোধন করা হলো। উপজেলার প্রায় প্রতিটা গ্রামে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। তিনি আর বলেন, উপজেলার কোন গ্রাম বিদ্যুত বিহিন থাকবেনা। আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী উন্নয়নের আনন্দই আলাদা তাই আমারা আগামি কিছুদিনের মধ্যেই গ্রামের রাস্তাগুলোর অসমাপ্ত কাজ সম্পুর্ণ করা হবে।

শনিবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার দোহালীয়া ইউনিয়নের করালি গ্রামের মিনা বাজার মার্কেটে দোহালিয়া ইউনিয়নের ৫টি গ্রাম মেন্দা, করালী, আলমপুর, হাজী নগর ও দেওয়াননগর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক বিদ্যুৎ সংযোগ নিতে দালাল নির্ভর হয়ে প্রতারিত না হওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, দেশের প্রত্যেকটি গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া বর্তমান সরকারের পদক্ষেপ।

দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনুর সভাপতিত্বে যুবলীগ নেতা ইকবাল হুসেনের সঞ্চালনায় বিদ্যুতায়ন উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা ডা.আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস ছালেহা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, পল্লি বিদ্যুতের জিএম অকিল কুমার সাহা, সেচ্ছাসেবকলীগ নেতা ছালিক মিয়া, আনোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুল মতিন, গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা রতন লাল দাস,একরামুল হোসেন সোহেল, রুয়েল আহমদ, নিউটন দাস সয়ন প্রমুখ।

এদিকে রাত আট ঘটিকায় দোহালীয়ায় বিদ্যুতের সাব স্টেশনের উদ্বোধন করা হয়েছে।

131 Views

আরও পড়ুন

ঢাবির ভিসি চত্বরে গায়েবানা জানাযা অনুষ্ঠিত

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা : ৫ শিক্ষার্থী আহত

সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত প্রত্যাহার 

চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার।

কোটার আ‌ন্দোল‌নে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাবি, হল ত্যাগের নির্দেশ।

আবাসিক হল বন্ধ ঘোষণার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল।

শিবপুরে কোটা আন্দোলনকে ঘিরে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি

জামালপুরে ছাত্রলীগের সমাবেশে কর্মীর ছুরিকাঘাতে নেতা জখম ও রক্তাক্ত

স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, স্থগিত বৃহস্পতিবারের এইচএসসি পরিক্ষা

শিক্ষার্থীদের নিরাপত্তায় ইবির বঙ্গবন্ধু হলের পকেটগেট বন্ধ করলো প্রশাসন