এম এ মোতালিব ভুঁইয়া ;
সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুল ও মাদ্রাসা সহ ৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে।
জানাযায়, ২৩ অক্টোবর দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে দোয়ারাবাজার উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত হয়। নতুন করে এমপিওভূক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে, বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা চৌধুরীপাড়া শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয়,নরসিংপুর ইউনিয়নের বালিউড়া রাগীব-রাবিয়া উচ্চ বিদ্যালয়, দোহালিয়া ইউনিয়নের হাজী নুরুলউল্ল্যাহ তালুকদার দশঘর উচ্চ বিদ্যালয়,সুরমা ইউনিয়নের মুহিবুর রহামান মানিক সোনালী নুর উচ্চ বিদ্যালয়,লক্ষীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খছরু উচ্চ বিদ্যালয়
ও নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসা।
দোয়ারাবাজার উপজেলায় এক সাথে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার সর্বস্তরের জনতার মধ্যে আলাদা আনন্দ বিরাজ করছে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো এমপিও ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী দীপু মনি, শিক্ষা উপ-মন্ত্রী নওফেল, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিককে কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলাবাসী।