এম এ মোতালিব ভুঁইয়া :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ সুত্রে যানাযায়, শনিবার (২৩ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবুল হাশেমের দিকনির্দেশনায় এএসআই বজলুর করিম ও এএসআই সুমন মিয়ার নেতৃত্বে সঙ্গীয়ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিত্বে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এমরান মিয়া (২৪)কে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার মেঘারগাঁও বাজার থেকে আটক করা হয়েছে।সে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রসরাই গ্রামের ফরিদ মিয়ার পুত্র।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবুল হাসেম জানান,গোপন সংবাদের ভিত্তিতে এএসআই বজলুল করিম ও এএসআই সুমন মিয়ার নেতৃত্বে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মেঘারগাঁও বাজার থেকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী এমরানকে আটক করতে সক্ষম হয়।আটককৃত আসামী এমরানকে আগামীকাল রবিরার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে ।