এম এ মোতালিব ভুঁইয়া ::
সারাদেশের ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ অক্টোবর) গণভবন থেকে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দিপু মনি ও শিক্ষা উপমন্ত্রী নওফেল।
এর মধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এমপিও ভুক্ত হয়েছে ৫টি বিদ্যালয় ও ১টি মাদ্রাসা।
এগুলো হলো বাঁশতলা চৌধুরীপাড়া শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয়,বাংলাবাজার, রাগীব-রাবিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংপুর, হাজী নুরুলউল্ল্যাহ তালুকদার দশঘর উচ্চ বিদ্যালয়,দোহালিয়া,মুহিবুর রহামান মানিক সোনালীনুর উচ্চ বিদ্যালয়,সুরমা ইউনিয়ন,মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খছরু উচ্চ বিদ্যালয়,লক্ষীপুর
ও নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসা
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো এমপিও ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী দীপু মনি, শিক্ষা উপ-মন্ত্রী নওফেল, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিককে কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।