এম এ মোতালিব ভুঁইয়া
দোয়ারাবাজারে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পুজা উদযাপন কমিটি ও আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ শে সেপ্টেম্বর) উপজেলা হল রোমে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও পুজা উদর্যাপন কমিটির সেক্রেটারী অজিত চন্দ্র দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ,দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: আব্দুল হাসেম, দোয়ারাবাজার প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী রাজু চন্দ্র দাশ,ডা: জাহাঙ্গীর, বোগলা ও বাংলাবাজার বিজিবি ক্যাম্প কমান্ডার গণ।
এতে আরও উপস্থিত ছিলেন পুজা উদযাপন কমিটির দায়িত্বশীল দীপ্ত দে নিটু, তুষাার কুমার সরকার,তন্ময় চক্রবর্ওী, ভানু সূত্রধর, হরিধন দাস, চিত্তরঞ্জন দাস, মনোরঞ্জন দাস, আনন্দ দাস, মিন্টুময় দাস,হিরেন্দ্র দেবনাথ,শশী দেবনাথ,কৃপেন্দ্র সুত্রধর,অমর সুত্রধর, নিখিল সুত্রধর, হেমেন্দ্র সুত্রধর,সমীরন সুত্রধর, শৈলেন সুত্রধর,অখিল চন্দ্র দাস, অসিত চন্দ্র দাস, নরেশ দেবনাথ, সাগর রায়, রতন রায় সুবাস চন্দ্র সরকার,হরিপদ রায়,প্রেস ক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ।