ঢাকাবুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দোয়ারাবাজারে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩৫ জনকে আসামী করে পাল্টাপাল্টি মামলা

প্রতিবেদক
নিউজ এডিটর
২২ নভেম্বর ২০১৯, ৮:৪৩ অপরাহ্ণ

Link Copied!

এম এ মোতালিব ভুঁইয়া :

আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচীকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায়
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে নিয়ে কটুক্তির প্রতিবাদে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা মিছিল করার সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিলে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৫ জনকে আসামী করে দোয়ারাবাজার থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

জানাগেছে, ২১নভেম্বর রাতে ও ২২নভেম্বর সকালে মামলা দুটি রেকর্ড করা হয়েছে। মামলা নম্বর ১৫৩ ও ১৫৪। স্থানীয় এমপি গ্রুপের পক্ষে মামলার বাদী হয়েছেন বাংলাবাজার ইউপির সাবেক মেম্বার রমিজ উদ্দিন ও মুকুট -কালাম -শামীম বলয়ের পক্ষে মামলার বাদী হয়েছেন মো:আব্দুল হক।

এমপি গ্রুফ মিছিলের উপর অতর্কিত হামলা করে নেতাকর্মীদের আহত করা ও মুকুট -কালাম -শামীম বলয় আওয়ামীলীগের অফিসে হামলা করে নেতাকর্মীদের আহত করার অভিযোগ করেন। দোয়ারাবাজার থানার এসআই রাকিবুল হাসান দুটি মামলারই তদন্ত করছেন।

দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক,গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী রোটারিয়ান এম আবুল হোসেনকে প্রধান আসামী করে এমপি গ্রুপের দায়ের কৃত এজাহারে বাংলাবাজার ইউপি সদস্য রায়হানুল ইসলাম রবিন, আব্দুল হক,নজরুল ইসলাম,মুনাফ আলী,আনোয়ার হোসেন,ইব্রাহীম মিয়া,নোমান মিয়া,আরজ আলী,আমির উদ্দিনসহ মোট ১৬জনকে আসামী করা হয়েছে।

অপরদিকে, উপজেলা যুবলীগের আহবায়ক বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানাকে প্রধান আসামী করে মুকুট -কালাম-শামীম বলয়ের দায়েরকৃত এজাহারে বাংলাবাজার ইউপির সাবেক সদস্য রমিজ উদ্দিন,ফজলু মিয়া,সামছুল ইসলাম,জালাল উদ্দিন জালু,সুরুজ মিয়া,রেজাউল, নুরুজ্জামান,নজরুল ভুঁইয়া, বশির আহমেদসহ মোট ১৯ জনকে আসামী করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দোয়ারাবাজার থানার এস আই রাকিবুল হাসান বলেন,বাংলাবাজারে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩৫ জনকে আসামী করে পাল্টাপাল্টি মামলা হয়েছে।আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুটের মধ্যে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন নিয়ে পত্রিকার মাধ্যমে বিবৃতি প্রদান করা নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই অংশ হিসেবে গত বুধবার(২০ নভেম্বর) বিকেলে স্থানীয় সংসদ সদস্যর লোকজন বাংলাবাজারে মহিবুর রহমান মানিককে নিয়ে কটুক্তির প্রতিবাদ করতে চাইলে জেলা আওয়ামীলীগ নেতা মুকুট -কালাম-শামীম বলয়ের নেতাকর্মীরা বাধা প্রদান করেন। এ সময় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

85 Views

আরও পড়ুন

১৭টি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত- ডা: শফিকুর রহমান

ফ্যাসিবাদের ১ মাস পূর্তিতে শান্তি সমাবেশ ও সংগীত সন্ধ্যা

কক্সবাজারে বসতবাড়িতে বিদুৎস্পৃষ্টে যুবক নিহত

উখিয়ায় বন্যা পরিস্থতির উন্নতি : জনজীবনে স্বাভাবিক

রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় নিহত ২

বুটেক্সের ওসমানী হলে টাকা চুরির দায়ে গণপিটুনি খেলো ক্যান্টিনের কর্মচারী।

বৈষম্যমুক্ত শ্রমিকাঙ্গান তৈরী করতে শ্রমিক কল্যাণ নেতৃবৃন্দকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে–লস্কর মুহাম্মদ তসলিম

সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ ১১ কারবারি আটক

রাঙামাটির লংগদুতে হ্রদ থেকে নিখোঁজ বোট চালকের লাশ উদ্ধার

জামালপুরে ছেলের আঘাতে বাবা নিহত

অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে ২০ কোটি মানুষের সমর্থন রয়েছেঃ জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মাঠ পরিবর্তন দেখে দল পরিবর্তন করলো আওয়ামীলীগ নেতা।