এম এ মোতালিব ভুঁইয়া :
নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি,’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়ারাবাজার উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ এর নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, ঢাকা আহসানীয়া মিশন সৌহার্দ্য।।। কর্মসূচির উপজেলা কো- অর্ডিনেটর ব্রজ মাধক সরকার,মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী মো.ইব্রাহিম মিয়া,ঢাকা আহসানিয়া মিশন সৌহার্দ।।।
কর্মসূচির টেকনিক্যাল অফিসার শেখ ফজলুর রহমান,টেকনিক্যাল অফিসার মো.মোজাম্মেল হোসেন,গোলাম ইজদার,বিষ্ণুপদ রায়,মোজাফর ছাতক ফায়ার সার্ভিসের স্টেশনের ফায়ারম্যান আব্দুল কাদির,মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার হাছিনা বেগম,মো.আজাদ মিয়া,ফরিদ মিয়া, মহিবুর রহমান,দেলোয়ার হোসেন প্রমুখ।