সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আবুল কালাম মেম্বার নির্বাচনের লক্ষ্যে গণসংযোগ ও মতবিনিয় শুরু করেছেন।
শুক্রবার দিনব্যাপী উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজার,হকনগর বাজার,কলাউড়া মার্কেটে বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের নিকট দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময় সহ বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিমিময় করেন।
গনসংযোগ কালে তিনি বলেন, আমি যদি আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে সুখে দুঃখে সকলের পাশে থাকা সহ বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায়। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবুল কালাম দোয়ারাবাজার সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামের কৃতি সন্তান। তিনি সাবেক ইউপি সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।