oplus_2
দোয়ারাবাজারে লিভার সিরোসিসে আক্রান্ত আব্দুন নূর — অসহায় পরিবারের বাঁচার আকুতি
এম এ মোতালিব ভুইয়া :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের যুবক আব্দুন নূর (৩০) দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছেন। একসময় কর্মঠ ও স্বাভাবিক জীবনযাপন করলেও এখন তিনি গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। দীর্ঘদিনের ব্যয়বহুল চিকিৎসায় পরিবারটির সর্বস্ব শেষ হয়ে গেছে। ফলে এখন আর চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই তাদের।
অসহায় স্ত্রী আসিয়া বেগম দুই অবুঝ সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। স্বামীর চিকিৎসা খরচের ভার বহন করতে না পারায় তিনি ভেঙে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,
“স্বামীর চিকিৎসার খরচ আর চালাতে পারছি না। যা ছিল সব বিক্রি করেছি। এখন ওষুধ কেনার টাকাও নেই। দয়া করে সবাই আমার স্বামীকে বাঁচাতে সাহায্য করুন। আমার স্বামীর বিকাশ নম্বর: 01778742408—সহযোগিতা করার অনুরোধ রইলো।”
পরিবার ও এলাকাবাসীর আশা—
সামান্য সহযোগিতা পেলেই আব্দুন নূর নতুন করে বাঁচার সুযোগ পেতে পারেন।
এদিকে প্রতিবেশী হুমায়ুন, আব্দুর রউফ, কাদির, জসিম, করিম ও হারিস আলী জানান, তারা বিভিন্ন জায়গা থেকে আর্থিক সহযোগিতা জোগাড় করে যতটা পেরেছেন চিকিৎসা চালিয়েছেন। কিন্তু এখন পরিস্থিতি এমন যে তারাও সম্পূর্ণ অসহায়। তাই দেশ-বিদেশে অবস্থানরত সকল মানবিক মানুষের প্রতি তারা সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।
স্থানীয়রা জানান, অভাব-অনটনের মাঝেও পরিবারটি সবসময় সৎভাবে ও পরিশ্রম করে জীবনযাপন করেছে। এখন তাদের এই সংকটময় মুহূর্তে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসাই হবে প্রকৃত মানবিকতার পরিচয়।