দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের হকনগর বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন মাওলানা শামসুল হক নোমানী।
এডভোকেট আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন যৌথ ভাবে ৫ন ওয়ার্ডের ইউপি সদস্য আল আমিন ও ৬ন ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির।বক্তব্য রাখেন,দোয়ারাবাজার থানার সেকেন্ড অফিসার এসআই মোহন রায়,বিট অফিসার এসআই মনিরুল ইসলাম,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়া,সাবেক মেম্বার খোরশেদ আলম,শাপলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাস্টার হুমায়ুন কবির বাবুল,
শাপলা সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান মোল্লা,হুমায়ুন কবির,মোশারফ হোসেন মজুমদার,মাওলানা মোস্তফা কামাল,মুফতি মাওলানা আব্দুল মালেক,সুরমান মাস্টার,ডা. সিদ্দিকুর রহমান,
সমাজকর্মী মানিক ভূঁইয়া,সমাজকর্মী সিরাজুল ইসলাম সিয়াম,হকনগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সদস্য জাহাঙ্গীর আলম,বাঁশতলা যুব সেবা সংঘের সদস্য সাকিব ভূঁইয়া,বাঁশতলা যুব সেবা সংঘের সদস্য তারেক আহমেদ,আল ইহসান ইসলামী যুব সংঘের সদস্য আলামিন প্রমুখ।
বক্তারা বলেন, মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাং সমাজকে ক্রমেই অস্থিতিশীল করে তুলছে। এ সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি তরুণদের সুস্থ সংস্কৃতি, ধার্মিকতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।