এম এ মোতালিব ভুইয়া :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সচিদ্র বিশ্বাস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার সুরমা ইউনিয়নের ভূজনা গ্রামের শুরেশ বিশ্বাসের পুত্র ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়,শুক্রবার(৫ এপ্রিল)রাত ১১টার দিকে সচিন্দ্র বিশ্বাস (৩৫) ও কলিন্ড বিশ্বাস (৩২)উপজেলার সুরমা ইউনিয়নের কনসখাই হাওড়ে মাছ ধরতে যায়।মাছ ধরা অবস্থায় বজ্রপাত হলে সচিদ্র বিশ্বাস (৩৫) এর ডান পাশে বুকের উপর বজ্রপাতের আঘাতে জ্বলসে যায় এবং অজ্ঞান হয়ে যায় তাৎক্ষণিক সচিদ্র বিশ্বাসকে প্রথমে বাড়িতে নিয়ে যায় পরে এলাকাবাসী সহযোগিতায় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)বদরুল হাসান সত্যতা নিশ্চিত করেছেন।